উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় দীর্ঘ ১৮ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশাল শান্তি সমাবেশ করেছে। ভেড়ামারা বাসষ্টান্ডে অনুষ্ঠিত ওই শান্তি সমাবেশে সহ¯্রাধিক জামায়াত সমর্থিত নেতা-কর্মীরা অংশগ্রহন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জননেতা আব্দুল গফুর। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার গনঅভ্যুথানের মাধ্যমে আমাদের বিজয় অর্জন হয়েছে। ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। হত্যা, খুন, গুম, জুলুমবাজীর দিনের অবসান হয়েছে। বিজয় যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে আমাদের এখন কাজ ইনসাফপূর্ন সমাজ প্রতিষ্টার মাধ্যমে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্টা করা। তবেই আমাদের এই বিজয়ের সার্থকতা আসবে। ভেড়ামারা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি, ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কুরাআনে পিএইচডি ডিগ্রী অর্জন কারী ইসলামী ব্যাক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ড. অধ্যাপক মাওলানা নুরুল আমীন জসিম। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার প্রবল স্রৌতে ভেসে গেছে স্বেরাচারী শাসক। সেই দলের লোকজন অবৈধ অস্ত্রের ঝনঝনা দিয়ে বহু অকাম-কুকাম করেছে। মানুষের অধিকার কেড়ে নিয়েছে। খুন, গুম, অপহরনের পথ বেছে নিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। প্রশাসন জানে সেই অস্ত্র কোথায় থেকে বেড় হয়েছিল। সেই অস্ত্র দ্রুত উদ্ধার করে ভেড়ামারার জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। ভেড়ামারা উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক তারেক হোসেনের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক রুস্তুম আলী, সহ সম্পাদক মুঞ্জুরুল আলম খোকন, বায়তুল মাল সম্পাদক তারেক রহমান, পৌরসভা জামায়াতের আমীর হাবিবুর রহমান, জুনিয়াদহ ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল্লাহ আল মামুন, আব্দুল ওয়াহাব, মোকারিমপুর ইউনিয়ন জামায়াতের আমীর সাইদুল ইসলাম স্যার, ধরমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহীদুল ইসলাম, বাহিরচর জামায়াতের আমীর শফিকুল আজম, ভেড়ামারা পৌরসভার সহ সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম সাগর, ভেড়ামারা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে ভেড়ামারা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার শান্তি মাগফেরাত কামনা করে গায়েবানা জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে এক বিশাল শান্তি সমাবেশে ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৈতন্য মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।